AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে১৪ ভারতীয় নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৭ পিএম, ২৩ আগস্ট, ২০২৪
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে১৪ ভারতীয় নিহত

নেপালে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের বাস একটি বাস নদীতে ছিটকে পড়ে অন্তত ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। ভারতের উত্তর প্রদেশ থেকে ৪০ জন যাত্রী নিয়ে পোখারা হয়ে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। 

তছনছ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। 

উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম ও রাজ্যের কোনো বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসোর্টে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তাতেই ঘটে দুর্ঘটনা।

গত জুলাই মাসেও নেপালের ত্রিশূলি নদীতে ভেসে গিয়েছিল দু’টি বাস। দু’টি বাস মিলিয়ে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে নেপালে। ফুঁসছে পাহাড়ি নদীগুলো। চলতি বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জন।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!