AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্মানে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১১ এএম, ২৫ আগস্ট, ২০২৪
জার্মানে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর জোলিংগেনে স্ট্রিট ফেস্টিভালের সময় গত শুক্রবার দিবাগত রাতে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছে। হামলার পর ঘটনাস্থল থেকে লোকজনকে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একজন আঞ্চলিক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। 

উত্তর রায়নি ওয়েস্টফালিয়া রাজ্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রী হারবার্ট রুয়েল শনিবার (২৪ আগস্ট) পাবলিক টেলিভিশন এআরডিকে বলেন, শুক্রবার ছুরিকাঘাতের পর অভিযুক্তকে ধরতে দিরভর অভিযান চালানো হয়। শেষে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

হামলাকারী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মন্ত্রী হারবার্ট রুয়েল। তবে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড এবং স্পিগেল এ বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে নোংরা এবং রক্তমাখা কাপড়ে আবৃত করে নিয়েছে।

ওই অনুষ্ঠানে যে তিনজনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। যাদের বয়স যথাক্রম- ৫৬, ৬৭ এবং ৫৬ বছর। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এ ঘটনাকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন।

রুয়েল এআরডি ট্যাগেথসম্যান নিউজকে বলেন, ‘আমার আলামত পেয়েছি’। যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই প্রকৃত অভিযুক্ত। এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

যদিও ইসলামিক সেস্ট শনিবার এ হামলা দায় স্বীকার করেছে।  


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!