AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩৭ পিএম, ২৬ আগস্ট, ২০২৪
বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানে ট্রাক ও বাস থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অন্তত ২৩ জনকে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দেশটির বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকার জানান, অস্ত্রধারীরা মুসাখাইল জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর তারা যাত্রীদের গুলি করে হত্যা করেছে। নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে স্থানান্তর করতে শুরু করেছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সন্ত্রাসী হামলার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি থেকে পালাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বেলুচিস্তান সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করবে। 
 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!