AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৫০ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন ‘শানশান’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫০ পিএম, ২৮ আগস্ট, ২০২৪
২৫০ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন ‘শানশান’

জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী এক টাইফুন। ‘শানশান’ নামের এই টাইফুনের জেরে এরইমধ্যে জরুরি সতর্কতাও জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, টাইফুন আঘাত হানার শঙ্কায় এরইমধ্যে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাতিল হচ্ছে বহু ফ্লাইট। 

সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) অনুমান করছে যে, টাইফুন শানশান এদিন স্থানীয় সময় দুপুর ২টায় ইয়াকুশিমা দ্বীপ থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে অবস্থান করছিল। এটি দক্ষিণ-পশ্চিম কিউশু দ্বীপের কাগোশিমা এবং মিয়াজাকি প্রিফেকচারের উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, টাইফুন শানশান বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘অত্যন্ত শক্তিশালী হয়ে’ দক্ষিণ কিউশুর দিকে অগ্রসর হতে পারে।

তিনি আরও জানান, টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিমি বেগে আঘাত হানতে পারে। অতীতে কখনো দেখা যায়নি এমন ‘তীব্র বাতাস’ এবং ‘জলোচ্ছ্বাস’ বয়ে আনতে পারে শানশান।

জেএমএ বলছে, টাইফুন শানশান সপ্তাহান্তে রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের কাছাকাছি এসে আগামী কয়েক দিনের মধ্যে কিউশুতে আঘাত হানবে।

স্থানীয় কর্তৃপক্ষ বুধবার কিউশুর কাগোশিমা প্রিফেকচার এবং কেন্দ্রীয় হোনশু দ্বীপের আইচি ও শিজুওকা প্রিফেকচারের ৮ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়ার আদেশ জারি করেছে।

এদিকে, এর প্রভাবে গাড়ি নির্মাতা টয়োটা বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জাপানের ১৪টি প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে। এছাড়া জাপান এয়ারলাইন্স বুধবার এবং বৃহস্পতিবারের জন্য নির্ধারিত ১৭২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। বহু ফ্লাইট বাতিল হয়েছে অন্যান্য এয়ারলাইন্সেরও।

Link copied!