ভারতের বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক রোগীর বিরুদ্ধে। অসুস্থ যুবককে স্ট্রেচারে শুইয়ে চিকিৎসা দিলে গেলে ওই সময়ে রোগী নার্সের দেহ স্পর্শ করেন। শনিবার (৩১ আগস্ট) রাতে বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে অসুস্থ অবস্থায় ওই যুবককে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত নার্স চিকিৎসকের পরামর্শে যুবককে স্যালাইন দিতে যান। সে সময়ই শ্লীলতাহানির ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই নাস। ঘটনার পর রাতে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের ইলামবাজারের ওই স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতাল কর্তৃপক্ষের ডাকে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
তবে তার উপযুক্ত শাস্তি এবং হাসপাতালে নিরাপত্তার দাবিতে রোববার (০১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় থানার সামনে বিক্ষোভ করেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরি বলেছেন, ‘যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এটা কাম্য নয়। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে না ঘটে, আমরা সেই ব্যবস্থা করব।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :