AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় স্কুলে বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৭ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৪
গাজায় স্কুলে বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

গাজার একটি স্কুলে পুলিশের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। 

তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা স্কুলে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘গাজা শহরের সাফাদ স্কুলে রবিবার ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক কিশোরীসহ ১১ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’

অপর দিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইএএফ হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আগে সাফাদ স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটির ভেতরে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালিয়ে আসছিল।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজার ৭৩৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!