AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১৭ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৪
ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

দিল্লি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে হরিয়ানার চরখি দাদরির বাধরা এলাকায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গো-রক্ষক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে।নিহত ব্যক্তির নাম সাবির মালিক। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। ওই ব্যক্তি পরিবারের সঙ্গে চরখি দাদরির একটি বস্তিতে থাকতেন। পেশায় পরিচ্ছন্নতা কর্মী।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ২৭শে অগাস্টের। গো-রক্ষক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটি পাত্রে এক টুকরো মাংস দেখতে পান। তাদের সন্দেহ ছিল ওই টুকরোটি গো-মাংস। 

এর জেরে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গত ২৯শে অগাস্ট পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে দুজন নাবালক রয়েছে।

গত ৩১শে অগাস্ট এক ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে যে যুবককে মারধর করা হচ্ছিল তিনি ২৪ বছরের সাবির। তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় একদল ব্যক্তিকে।

ওই ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পক্ষ থেকে সাবির মালিকের পরিবারের একজন সদস্যকে চাকরি এবং তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। যদিও তার মতে একে ‘গণপিটুনির ঘটনা’ বলা ঠিক নয়।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!