AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে ২২২ বাংলাদেশি আটক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৬ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৪
মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে ২২২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবৈধভাবে চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে কয়েকটি এজেন্সি থেকে ২২২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজ্যের কুলিম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

জানা গেছে, এজেন্সিগুলোর বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে বিভিন্ন চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কাজ করার অভিযোগ ছিল। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এজেন্সিগুলো থেকে মোট ২২৮ জনকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ২২২ জনই বাংলাদেশি। বাকি ৬ জনের মধ্যে ৫ জন চীন ও একজন ভারতের নাগরিক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আটকদের আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

কেদাহ ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের সেবা দিয়ে আসছিল বলে তদন্তে দেখা গেছে। এক্ষেত্রে প্রচারণা চালানোর জন্য এজেন্সিগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো ব্যবহার করে আসছিল।

মোহাম্মাদ জেইন আরও বলেন, কর্মসংস্থান সংস্থা বেছে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া সংস্থাটি মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!