AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুদানের বাজারে ভয়াবহ গোলাবর্ষণে ২১ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩৭ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৪
সুদানের বাজারে ভয়াবহ গোলাবর্ষণে ২১ জন নিহত

গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে সুদান। দেশটির একটি বাজারে ভয়াবহ গোলাবর্ষণে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৭ জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব সুদানের সেন্নারের একটি বাজারে রোববার গোলাবর্ষণে ২১ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। হামলার জন্য দেশটির সংঘাতরত আধাসামরিক বাহিনীকে দায়ী করা হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্কও রোববারের এই হামলার ঘটনায় একই রকম মৃত্যুর সংখ্যার কথা জানিয়েছে। কিন্তু তারা বলেছে, আহতের সংখ্যা ৭০ জনেরও বেশি। 

২০২৩ সালের এপ্রিল মাসে সংঘাত শুরু হওয়ার পরে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং গোলাবর্ষণের জন্য তারা আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে।

এএফপি বলছে, মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আরএসএফ দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে।

উত্তর আফ্রিকার এই দেশটির সরকার অতীতে আরএসএফের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিতভাবে হামলা করার অভিযোগ এনেছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

 

 

Link copied!