AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫৭ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪
পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন

উত্তর কোরিয়া এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়াতে চায় বলে জানিয়েছেন কিম জং উন। সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এ কথা জানান কিম জং।

ভাষণে কিম জং-উন বলেছেন, উত্তর কোরিয়াকে আরো সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এ জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যেকোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে।

যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের দ্বারা সৃষ্ট বিভিন্ন হুমকির মুখোমুখি হওয়ার জন্য একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন বলেও জানান উত্তরের নেতা। কিম বলেন, উত্তর কোরিয়া একটি গুরুতর হুমকির সম্মুখীন। এই অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন পারমাণবিক-ভিত্তিক সামরিক জোটের কারণে এই হুমকি তৈরি হয়েছে।

এদিকে মঙ্গলবার জাতিসংঘ কমান্ড (ইউএনসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের একটি বৈঠক করবে দক্ষিণ কোরিয়া। ইউএনসি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর কমান্ডারের নেতৃত্বে পরিচালিত হয়।


একুশে সংবাদ/ এস কে

Link copied!