AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন: রাহুল গান্ধী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৪
দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন: রাহুল গান্ধী

চীনের সঙ্গে ভারতের ইস্যু নিয়ে বরাবরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তাই যুক্তরাষ্ট্র সফরে তাকে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে মোদিকে আবারো একহাত নিলেন তিনি। কংগ্রেসের নেতা বলেন, লাদাখে রাজধানী নয়াদিল্লির সমান জায়গা দখলে নিয়ে নিয়েছে চীনা সেনারা। 

সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, শুক্রবার লাদাখে গিয়ে রাহুল এমন অভিযোগ করেন।

রাহুল গান্ধী বলেন, লাদাখ একটি কৌশলগত জায়গা। এখানে আসার পর, বিশেষ করে আমি যখন প্যাংগং হ্রদে যাই, তখন স্পষ্ট দেখতে পাই যে চীন ভারতের হাজার হাজার জমি কেড়ে নিয়েছে।

২০২০ সালের সর্বদলীয় বৈঠকের কথা উল্লেখ করে রাহুল গান্ধী আরো বলেন, দুঃখের বিষয় হলো, ভারতের প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছিলেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটা একটা নির্লজ্জ মিথ্যা কথা। লাদাখের সবাই জানে, লাদাখের জমি চীন দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী সত্য বলছেন না।

কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, সবাই জানে এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। একবিংশ শতাব্দীতে সৌরশক্তির কথা বলা হচ্ছে। লাদাখে সৌরশক্তির কোনো অভাব নেই। বিজেপির লোকেরা জানে, যদি আপনাকে প্রতিনিধিত্ব দেওয়া হয়, তবে তারা আপনার জমি কেড়ে নিতে পারবে না।

রাহুল বলেন, বিজেপির লোকেরা আপনার জমি কেড়ে নিতে চায় এবং মিস্টার আদানির বড় বড় প্রকল্প শুরু করতে চায়। আমরা এটা কখনোই হতে দেব না।

এদিকে রাহুলের এমন বক্তব্যের পর নয়াদিল্লিতে বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভুল। ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণে বরং গালওয়ান থেকে চীনা সৈন্যরা পালিয়েছে।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!