মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের পর ব্লিঙ্কেন মঙ্গলবার এ আহ্বান জানান।
লন্ডন সফরকালে ব্লিঙ্কেন সাংবাদিকদের কাছে এ হত্যাকান্ডকে অনর্থক ও অন্যায় বলে বর্ণনা করেন।তিনি বলেন, বিক্ষোভে অংশ নেয়ার জন্যে কাউকে গুলি করে হত্যা করা উচিত নয়।
ব্লিঙ্কেন বলেন, আমাদের বিচারে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে কাজ করার পদ্ধতিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে আমাদের দ্বিতীয় আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা পরিবর্তন করতে হবে।
যদিও এর কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন আয়েনুর ইজগি আইগি’র হত্যাকান্ড একটি নিছক দুর্ঘটনা।
যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্কের নাগরিক আইগি শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে নিহত হন।
আন্তর্জাতিক আইনে ইহুদি বসতি স্থাপন অবৈধ হলেও ইসরাইলি সরকার একে সমর্থন করে আসছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :