ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ২ ইসরায়েলি সেনা নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে তাদের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শত্রুর গুলির আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। তবে এই ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আর আহত ৭ সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) কমান্ডার মেজর জেনারেল টোমার বার ঘটনার পরিস্থিতি পরীক্ষা করার জন্য একটি আইএএফ তদন্ত কমিটি নিয়োগ করেছেন। তবে আইএএফ-এর অপারেশনাল কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাতের বেলা বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আহত এক সেনা সদস্যকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উদ্ধারকাজে অংশ নিয়েছিল। পরে এটি রাফা শহরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
সূত্র: আল জাজিরা
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :