নতুন কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতি কার্যকর করতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার হামাসের আলোচকরা বলেছেন, কোনো পক্ষের নতুন শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রস্তাবের ভিত্তিতে গাজায় ইসরায়েলের সঙ্গে একটি ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতি বাস্তবায়নে তারা প্রস্তুত। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, দোহায় গাজার সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করতে হামাসের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে আলোচনাকারী একটি দল বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলসহ মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছেন।
শনিবার গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও বিশদ একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হবে।
জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে তিন-পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :