নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ঝামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স
শনিবার সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর জন্য ৭০ জন কৃষক কাঠের একটি নৌকায় করে নদী পাড়ি দিতে গেলে সেটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার তিন ঘণ্টা পর ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল। তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে।
স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝামফারা রাজ্যে খনিজ সম্পদ দখলের জন্য অপরাধী চক্র ইতোমধ্যে অনেক এলাকা দখলে নিয়েছে। এছাড়া অনেক এলাকা ভারীবৃষ্টি কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সপ্তাহ আগে বন্যার কারণে প্রায় এ অঞ্চল থেকে ১০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :