দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে একটি দলীয় সভায় তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ছয় মাস জেলে থাকার পর গত শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল। রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বলেন ‘আমি দু’দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ তাদের রায় না দেয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’
দিল্লিতে কয়েক মাস পর নির্বাচন উল্লেখ তিনি আরও বলেন, ‘আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি প্রতিটি বাড়িতে এবং রাস্তায় যাব। আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পেলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’
দিল্লির আসন্ন বিধানসভার নির্বাচনে ভোট চেয়ে আম আদমি পার্টির প্রধান বলেন, ‘দিল্লির মানুষের কাছে আমার প্রশ্ন, কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি, তাহলে আমাকে আবার ভোট দিন।’
ভাষণে আগামী নভেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন কেজরিওয়াল। গণতন্ত্র বাঁচাতে গ্রেফতার হওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে জানান।
আম আদমি পার্টির (এএপি) এক নেতা বলেছেন, দলের একজন সদস্য পদত্যাগের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তিনি জনগণের মাঝে গিয়ে তাদের সমর্থন চাইবেন।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআইও তাকে গ্রেফতার করে। গ্রেফতারির আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ফলে তিনিই হন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন।
লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির এই নেতাকে শীর্ষ আদালত কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। পরে আবার তিনি তিহাড়ে আত্মসমর্পণ করেন।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :