AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রস্তুতির অভাবে দক্ষিণ সুদানে নির্বাচন পেছাল দুই বছর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
প্রস্তুতির অভাবে দক্ষিণ সুদানে নির্বাচন পেছাল দুই বছর

দক্ষিণ সুদানে আগামী ডিসেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আরো দুই বছর পেছানো হয়েছে। প্রস্তুতির অভাবের কারণ দেখিয়ে আসন্ন নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচন পেছালো ১৩ বছর আগে স্বাধীন হওয়া দেশটিতে।

প্রেসিডেন্ট সালভা কিরের দফতর থেকে নির্বাচন স্থগিতের ঘোষণায় বলা হয়, দেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২০২৬ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত আরো দুই বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনও স্থগিত করা হয়েছে।  

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর ২০১৩ সালে দেশটি গৃহযুদ্ধের কবলে পড়ে। প্রেসিডেন্ট সালভ কির ও তার সাবেক প্রতিদ্বন্দ্বী (বর্তমান ডেপুটি প্রেসিডেন্ট) ২০১৮ সালে একটি শান্তিচুক্তি সই করেন। এর মধ্য দিয়ে পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটে। ওই গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারায়। গৃহযুদ্ধের কারণে দেশটিতে ব্যাপক দুর্ভিক্ষ ও শরণার্থী সংকট দেখা দেয়। ২০২০ সাল থেকে দেশটিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এর পর থেকে এই সরকার নির্বাচন স্থগিত করে নিজেদের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!