AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের কলকাতার হাসপাতালে যৌন নির্যাতন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫০ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ফের কলকাতার হাসপাতালে যৌন নির্যাতন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবারো একটি হাসপাতালে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এবার ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের এক ওয়ার্ডবয় ওই নারীকে যৌন নির্যাতন করেছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়েছে।

আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘিরে যখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে, ঠিক তখনই কলকাতার আরেক হাসপাতালে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ সন্তানকে ভর্তি করেছেন এক মা। সেখানেই তার চিকিৎসা চলছিল। শনিবার রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন।

অভিযুক্ত তরুণ যৌন নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণও করেছেন বলে জানিয়েছেন ওই নারী। পরে যৌন নির্যাতনের শিকার নারীর অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেফতার করেছে কলকাতার কড়েয়া থানা পুলিশ।

পুলিশের জানিয়েছে, নির্যাতনের শিকার নারী তার অসুস্থ সন্তানকে ওই হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালের দোতলার ওয়ার্ডে তাকে পাশে নিয়ে শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন তিনি।

ওই নারী অভিযোগ করে বলেন, রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন তখন এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। তার শরীরে বাজেভাবে স্পর্শ করেন ওয়ার্ডবয়। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও নিজের মোবাইলে ধারণও করেন অভিযুক্ত ওই তরুণ।

পরে ভুক্তভোগী নারী কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামে বসবাস করেন। তবে ওই তরুণ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত তরুণকে হেফাজতে নেয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!