AB Bank
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা কে এই রায়ান রাউথ?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫১ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ট্রাম্পকে হত্যার চেষ্টা করা কে এই রায়ান রাউথ?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডায় এক বন্দুকধারী হত্যার চেষ্টা চালায়। ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারী হলেন, ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলে রাউথ। খবর এনডিটিভি

ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা গলফ ক্লাবের কাছে তাকে দেখে ওপেন ফায়ার করে। এরপর ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বন্দুকধারী ট্রাম্পকে হত্যার করার জন্য আগে থেকেই ঘটনাস্থলে শক্তিশালী রাইফেল একে-৪৭ এবং গো প্রো ক্যামেরা প্রস্তুত রেখেছিল। ওই স্থান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে।

ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা ওই বন্দুকধারীকে দেখার সঙ্গে সঙ্গে ওপেন ফায়ার করে। এতে অভিযুক্ত একটি কালো গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একজন প্রত্যক্ষদর্শী ওই গাড়ির ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠালে, পরে গাড়িটির অবস্থান শনাক্ত করে বন্দুকধারীকে আটক করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্লাম বিচের প্রশাসনিক কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাউথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক কনস্ট্রাকশন কর্মী ছিলেন। তার সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে সে অস্ত্র সংঘাতে অংশ নেয়ার উচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি এতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এক্স পোস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান। এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষেও সমর্থন করেছিলেন।

এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং।

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!