AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাজ্যে রাত ৯টার আগে জাঙ্ক ফুড বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
যুক্তরাজ্যে রাত ৯টার আগে জাঙ্ক ফুড বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে রাত ৯টার আগে টিভিতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। জাঙ্ক ফুডের বিজ্ঞাপন টিভিতে প্রচারের পাশাপাশি অনলাইন-ও প্রয়োগ করা হবে। শৈশবে শিশুদের স্থূলতা মোকাবেলা ও প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার কমন্সে এক লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন জানান, এই বিধিনিষেধগুলো প্রকৃতপক্ষে শিশুদেরকে অস্বাস্থ্যকর খাবার ও পানীয়ের বিজ্ঞাপন দেখা কমাতে সাহায্য করবে। সরকার এ বিষয়ে আর কোন বিলম্ব না করে সমস্যা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, ২০২১ সালে, বরিস জনস যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কজনারভেটিভ সরকার প্রতিশ্রুতি দিয়েছিলো যে ২০২৩ সালে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে জাঙ্ক ফুডের ব্যবসায় সংশ্লিষ্টদের যথাযথ প্রস্তুতি নেয়ার জন্য সময় বাড়িয়ে দেয়া হয়। সেই সাথে বিধিনিষেধ কার্যকরের সিদ্ধান্ত-ও পিছিয়ে দেয়া হয়।

 

একুশে সংবাদ/জ.নি./সাএ

Link copied!