AB Bank
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনায় ৬ মাত্রার ভূমিকম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
আর্জেন্টিনায় ৬ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রায়শ ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে, গত বছরের ১৭ জুলাই দেশটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১৬৯ কিলোমিটার।

এছাড়া একই বছরের ৫ আগস্ট দুপুরের দিকে আর্জেন্টিনায় আরেকটি শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূকম্পন জরিপ সংস্থা এনসিএস সেসময় জানিয়েছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!