রাশিয়ার ছোঁড়া ৭১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রোববার ইউক্রেনের বিমান বাহিনী এমন দাবি করেছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতারাতি ইউক্রেনের আকাশে রাশিয়া ৮০টি ড্রোন উড়িয়েছিল। এর মধ্যে ৭১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছিল। ইউক্রেনের আকাশসীমায় ঢোকার পর ছয়টি ড্রোনকে শনাক্ত করা হলেও তারা হামলা চালাতে ব্যর্থ হয় এবং পরে হারিয়ে যায়।
এ ছাড়া রাশিয়ার বাহিনী লুহানস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়ে। তবে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের এই পর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক সাফল্য দেশটির প্রতিরক্ষা শক্তিকে আরো দৃঢ়ভাবে তুলে ধরেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :