AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড. ইউনূস প্রখ্যাত নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে উপহার দিলেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
ড. ইউনূস প্রখ্যাত নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে উপহার দিলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী, প্রাইমেটোলজিস্ট এবং নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বই উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) তিনি এ উপহার দেন।‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবিসংবলিত বই। ড. ইউনূস বইটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেককে উপহার দিয়েছেন। খবর বাসস।

জেন গুডঅল ৬০ বছর ধরে বন্য শিম্পাঞ্জিদের সামাজিক ও পারিবারিক মিথস্ক্রিয়া অধ্যয়ন করার পর তাকে শিম্পাঞ্জি সম্পর্কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয় । তিনি জেন ​​গুডঅল ইনস্টিটিউট এবং রুটস অ্যান্ড শুটস প্রোগ্রামের প্রতিষ্ঠাতা এবং তিনি সংরক্ষণ এবং প্রাণীকল্যাণ বিষয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। ২০০২ সালে তাকে জাতিসংঘের শান্তির দূত হিসেবে মনোনীত করা হয় এবং গুডঅল ওয়ার্ল্ড ফিউচার কাউন্সিলের একজন সম্মানিত সদস্য তিনি।

এদিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিকরা সাক্ষাৎ করে অভিনন্দন জানাচ্ছেন। নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এক অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে দেখা করে ছবি তুলেছেন। ওই অনুষ্ঠানে অনেককে লাইনে ধরে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ছবি তুলতে দেখা গেছে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতি বলেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।’

তেমনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান।

 

একুশে সংবাদ/কা.বে./সাএ

 

Link copied!