যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রেসিডেন্ট যৌথভাবে লেবাননে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন।লেবাননে হিজবুল্লাহর ওপর ক্রমবর্ধবান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় মিত্রদের আহ্বানে সাড়া দিয়ে দুই নেতা যুদ্ধবিরতির বিষয়ে জোর দেন।
আজ নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন, গাজায় এক বছরের রক্তপাতের পর এই সংঘাত সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াবে।
হোয়াইট হাউসের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের পরিস্থিতি ‘দুর্বিষহ’ হয়ে উঠেছে এবং এই ‘যুদ্ধ ইসরাইলের বা লেবাননের জনগণের কারো স্বার্থে নয়।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’
হোয়াইট হাউস জানিয়েছে, এই বিবৃতি পশ্চিমা শক্তি, জাপান এবং প্রধান উপসাগরীয় আরব শক্তি-কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে প্রদান করা হয়েছে। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এর আগে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপন করেন।
ব্যারোট বলেছেন, ‘গত কয়েক ঘন্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।’তিনি বলেন, ‘আমরা সপ্তাহের শুরু থেকে নিউইয়র্কে বিশেষ করে আমাদের আমেরিকান বন্ধুদের সাথে একটি কূটনৈতিক সমাধান নিয়ে কাজ করছি।’
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইসরাইল বলেছে, তারা লেবাননে কূটনীতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :