AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে ‘‌বাংলাদেশি’ তরুণী গ্রেফতার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
ভারতে ‘‌বাংলাদেশি’ তরুণী গ্রেফতার

জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে উলহাসনগর থেকে রিয়া বারদে নামে পরিচিত ওই তরুণীকে গ্রেপ্তার করে হিল লাইন পুলিশ। ভুয়ো নথি ব্যবহার করে নেভালি আম্বরনাথের আম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার বসবাস করছে বলে খবর পায় পুলিশ। তদন্তে ওই পরিবারের প্রতারণামূলক কার্যকলাপ উদঘাটিত হয়।

পুলিশ জানিয়েছে, অমরাবতীর এক বাসিন্দা ভারতে থাকার সুবিধার্থে রিয়া ও তার তিন সঙ্গীর জন্য নথি জাল করেছিলেন। হিল লাইন পুলিশ রিয়াসহ আরও চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৪ (এ) ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করেছে। এই ঘটনায় জড়িত আরও চারজনের খোঁজে তল্লাশি চলছে।

অমরাবতী এলাকার এক বাসিন্দা রিয়া বারদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। সেখানে এক ব্যক্তিকে বিয়ে করেন রিয়ার মা; বর্তমানে তারা দুজন কাতারে অবস্থান করছেন। রিয়া এবং তার পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে। রিয়ার কাছ থেকে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, ওটিটিভিত্তিক অ্যাডাল্ট ওয়েব সিরিজে আরোহি বারদে নামে অভিনয় করেছেন এই তরুণী।
 

একুুশে সংবাদ/এনএস

Link copied!