AB Bank
ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়া খনিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
ইন্দোনেশিয়া খনিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি অবৈধ খনিতে ভূমিধসে মৃতের সংখ্যা রোববার বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। একজন কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্তদের সন্ধানের আর কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে না। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সুমাত্রা দ্বীপের পশ্চিম সুমাত্রা প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বর্ষণের কারণে একটি দূরবর্তী অবৈধ খনি অঞ্চলে ভূমিধস হয়। নিকটবর্তী গ্রাম থেকে উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে যেতে ঘন্টার পর ঘন্টা হেঁটে  যেতে হয়েছে।

মৃতের সংখ্যা দুইজন বেড়েছে উল্লেখ করে প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেন, ১৩ জনকে মৃত ও আর ১২ জনকে আহত অবস্থায় পাওয়া গেছে। ইলহাম এএফপিকে বলেন, রিপোর্ট করা ২৫ জন ক্ষতিগ্রস্তের সবাইকে খুঁজে পাওয়া গেছে এবং তাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, তবে আগামী সাত দিনের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোস্ট খোলা থাকবে, যাতে  পরিবারগুলো নিখোঁজ আত্মীয়দের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!