AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের তৈরি বোমা দিয়ে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫৪ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের তৈরি বোমা দিয়ে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল। রোববার  মার্কিন সিনেটর এ তথ্য জানিয়েছেন।সংবাদমাধ্যম এনবিবিকি দেয়া সাক্ষাৎকারে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি বলেন, ইসরায়েল দুই হাজার পাউন্ডের ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র।

এ হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে প্রথম ইঙ্গিত পাওয়া গেল তার কথায়।

গত শুক্রবার বৈরুতে বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার সঙ্গে একই হামলায় প্রাণ হারান অন্তত আরো ২০ কমান্ডার।

গত শনিবার ইসরায়েল সেনাবাহিনী জানায়, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দফতরে হামলা চালিয়ে নাসরাল্লাহকে হত্যা করেছে। তবে তাকে হত্যা কী ধনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি বাহিনী।  এ বিষয়ে তৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

প্রসঙ্গত,  গত কয়েকদিন ধরে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের এসব হামলায় হিজবুল্লাহর অসংখ্য সদস্য ও কমান্ডার ছাড়াও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!