AB Bank
ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননের সার্বভৌমত্বকে সৌদি আরবের সম্মান জানানোর আহ্বান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৪ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
লেবাননের সার্বভৌমত্বকে সৌদি আরবের সম্মান জানানোর আহ্বান

সৌদি আরব সোমবার লেবাননে সংঘাতময় পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দেশটির ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তা’কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব লেবানন প্রজাতন্ত্রে বর্তমানে যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে তা গভীর উদ্বেগের সাথে অনুসরণ করছে।’ রিয়াদ থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, রোববার সারা দেশে লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। রিয়াদ লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় আরো জানিয়েছে, ‘দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ এবং এই অঞ্চলের জনগণকে যুদ্ধের করুণ পরিণতি থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছে।’

ইসরাইল লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশকিছু দিন ধরে মারাত্মক হামলা চালিয়ে আসছে। গত শুক্রবারের হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের নেতা হাসান নাসরাল্লাহ এবং আন্দোলনের অন্যান্য সিনিয়র নেতাকে হত্যা করেছে।

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলকে তা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিকভাবে আহ্বান জোরালো হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!