AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রীর কারাদণ্ড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০১ এএম, ৩ অক্টোবর, ২০২৪
সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রীর কারাদণ্ড

সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রী এস ঈশ্বরানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।

এএফপির খবরে বলা হয়, তিনি ন্যায়বিচারে বাধা দেওয়া ও অবৈধ উপহার গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউটররা ছয় থেকে সাত মাসের কারাদণ্ড চেয়েছিলেন, তবে ঈশ্বরানের আইনজীবীরা সর্বোচ্চ আট সপ্তাহের সাজার পক্ষে যুক্তি দেন।

বছরের শুরুতে তার বিরুদ্ধে ৩৫টি দুর্নীতির অভিযোগ আনা হয়। জানুয়ারিতে অভিযোগের বিষয়ে অবহিত হওয়ার পর ঈশ্বরান পদত্যাগ করেন। এর মধ্যে তিন লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণের অভিযোগ রয়েছে।

এস ঈশ্বরান সরকারকে প্রায় ২৯৫ হাজার মার্কিন ডলার ফেরত দিয়েছেন এবং তার কাছ থেকে একটি সাইকেলসহ অন্যান্য উপহার জব্দ করা হয়েছে।

পর্যবেক্ষকরা এই বিচারকে সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ সর্বশেষ ১৯৭৫ সালে কোনো জ্যেষ্ঠ রাজনীতিবিদ দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হন।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!