ইসরাইলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর দাফন আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর) সম্পন্ন হবে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ‘সাবরিন নিউজ’ নামে এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনা।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালের দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে সাবরিন নিউজ বলেছে, হিজবুল্লহপ্রধানের দাফন কার্যক্রম শুক্রবার সম্পন্ন হবে।’ তবে নাসরুল্লাহর জানাজা কখন এবং কোথায় তাকে দাফন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি প্রতিবেদনে।
ইরনার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর থেকে হিজবুল্লাহপ্রধানকে হত্যার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী ইসরাইলের যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেয়া ২০০০ পাউন্ডের বোমা লেবাননের রাজধানী বৈরুতে ফেলে। এতে নাসরুল্লাহসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হন।
উল্লেখ্য, শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :