AB Bank
ঢাকা বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসরুল্লাহর অন্যতম দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৭ এএম, ৯ অক্টোবর, ২০২৪
নাসরুল্লাহর অন্যতম দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর দুই উত্তরসূরিকে হত্যার দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৮ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করেন তিনি। খবর রয়টার্সের।

নেতানিয়াহু বলেন, ‘আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে কমিয়ে দিয়েছি। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। যার মধ্যে (হাসান) নাসরুল্লাহ নিজেও রয়েছেন। নাসরুল্লাহর উত্তরসূরি এবং তার উত্তরসূরির উত্তরসূরিও নিহত হয়েছেন।’ তবে পরের দুজনের নাম উল্লেখ করেননি নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আজ হিজবুল্লাহ বহু, বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেছেন, নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিত হাসেম সাফিয়েদ্দিন সম্ভবত নিহত হয়েছেন। তবে উত্তরসূরির উত্তরসূরি বলতে নেতানিয়াহু কাকে বোঝাতে চেয়েছেন, তা তৎক্ষণাৎভাবে স্পষ্ট না।

পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, গত সপ্তাহে হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে বিমান হামলা হলে সাফিয়েদ্দিন সেখানে ছিলেন। এটা ইসরায়েল আগে থেকেই জানতো। তাই সাফিয়েদ্দিন এখন কোন অবস্থায় আছেন, তা যাচাই করা হচ্ছে। আমরা জানলে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।

গত সপ্তাহের ওই বিমান হামলার পর থেকে সাফিয়েদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি প্রকাশ্য কোনো বক্তব্যও দেননি। তাই তার মৃত্যুর আশঙ্কা নিয়ে প্রতিনিয়ত নানান জল্পনা-কল্পনা ডালপালা মেলছে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ হিজবুল্লাহ স্থাপনার ওপর বিগত ২৪ ঘণ্টার মধ্যে চালানো ভারী বিমান হামলায় কমপক্ষে ৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন সেক্টর কমান্ডার এবং আঞ্চলিক কর্মকর্তাও রয়েছেন।

গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

অবশ্য প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে স্থল অভিযান।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!