লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রোববার শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল সংস্থাটি এমন অভিযোগ করেছে। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রোববার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে।
এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’
ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’
এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আরও ৪০টি দেশ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ আহ্বান জানান। এ ছাড়া ইসরায়েলকে লেখা এক পৃথক চিঠিতে ফ্রান্স, যুক্তরাজ্য, চীনসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :