ইরানের কমান্ডার ইসমাইল কানি মঙ্গলবার তেহরানে নিহত জেনারেল আব্বাস নিলফরৌশনের জানাজায় শরিক হয়েছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর সাথে গত মাসে নিহত হন নিলফরৌশন।
তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচারে ইমাম হোসেন স্কোয়ারে ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল নিলফরৌশনের শেষকৃত্যে হাজার হাজার মানুষকে সমবেত হতে দেখা যায়। ইসলামিক রিভোলুশনারি গার্ড কোরে বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের প্রধান কানি সেখানে জানাজায় শরিক হন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :