AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলায় ৬০ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৬ এএম, ২৯ অক্টোবর, ২০২৪
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলায় ৬০ জন নিহত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বালবেক অঞ্চলের অধিবাসী। বৈরুত থেকে এএফপি এখবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, নিহতরা বেকা উপত্যকার ১২টি অঞ্চলের যেখানে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর আধিপত্য রয়েছে। এতে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত দুই শিশু রয়েছে। হামলায় কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে।

তারা জানায়, ৬০ জনের মধ্যে অন্তত ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বালবেক শহরের পশ্চিমে আল-আলাকে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত মাসের শেষের দিকে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত লেবাননে মোট ১,৭০০ জনের বেশি নিহত হয়েছে।

তথ্যের ফাঁকের কারণে প্রকৃত সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।বালবেকের গভর্নর বাচির খোদর এই হামলাকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ‘সবচেয়ে হিংসাত্মক’ বলে অভিহিত করেছেন।

বালবেক বেকা উপত্যকার একটি দরিদ্র অঞ্চল যা সিরিয়ার সীমান্তবর্তী। সোমবার সেখানে প্রচন্ড হামলার আগে কোনো উচ্ছেদ সতর্কতা ছিল না।

সরকারী ন্যাশনাল নিউজ এজেন্সির খবর অনুসারে, উপকূলীয় শহর টায়ারসহ ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালানোর সময় তারা এখানে এসেছিল।

দুই প্রতিপক্ষের মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুদ্ধের কারণে অন্তত ১.৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধে ৮ লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে রয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের মতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই সিরিয়ান।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!