যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলাকারী ডেভিড ডেপাপেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ক্যালিফোর্নিয়া স্টেট আদালত।
আদালত বলেছেন, ডেভিড ডেপাপে প্যারোল পাবেন না। সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের অক্টোবরে। ডেভিড ডেপাপে হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোয় ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা চালান। ৮২ বছরের পল পেলোসি হামলার সময় বাড়িতে একা ছিলেন। তাঁর স্ত্রী ন্যান্সি পেলোসি হামলার সময় ওয়াশিংটনে ছিলেন।
হামলার পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় পল পেলোসিকে। তিনি মাথায় ও হাতে আঘাত পান। পরে তাঁর অস্ত্রোপচার করাতে হয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয় ডেভিড ডেপাপেকে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এ হামলার ঘটনায় ৪৪ বছর বয়সী ডেভিড ডেপাপে ইতিমধ্যে ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালত গত মে মাসে এ সাজা দেন।
এখন যাবজ্জীবন কারাদণ্ডের প্রসঙ্গে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে বলেছে, গুরুতর অপহরণ ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্যারোলের সম্ভাবনা ছাড়াই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সান ফ্রান্সিসকো ক্রনিকল সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ডেপাপে কখনোই হামলার জন্য ন্যান্সি পেলোসির পরিবারের কাছে ক্ষমা চাননি। আর সাজাপ্রাপ্তের আইনজীবীরা আগেই বলেছেন, আপিল করা হবে।
একুশে সংবাদ/প্র/প/এন
আপনার মতামত লিখুন :