AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আঘাত হেনেছে সুপার টাইফুন কং-রে, ‘শাটডাউন’ তাইওয়ান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৫৯ পিএম, ৩১ অক্টোবর, ২০২৪
আঘাত হেনেছে সুপার টাইফুন কং-রে, ‘শাটডাউন’ তাইওয়ান

অবশেষে তাইওয়ানে আড়ছে পড়েছে সুপার টাইফুন কং-রে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিসহ দ্বীপে আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী ঝড়টি। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুপুর ১টা ৪০ মিনিটে টাইতুং কাউন্টির চেংগং শহরে কং-রে পূর্ব উপকূলে আছড়ে পড়ে কং-রে।

এর আগে, শক্তিশালী টাইফুন ‘কং-রে’ আগমনের আগেই তাইওয়ানে সকল শহর ও কাউন্টিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়। আর্থিক বাজার বন্ধ করা হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়। ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র (জেটিডাব্লিওসি) অনুসারে, কং-রে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে (১২৫ মাইল প্রতি ঘন্টা) আছড়ে পড়ে। যা ক্যাটাগরি ৩ হারিকেনের সমতুল্য।

গতকাল রাতে এক পর্যায়ে সুপার টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়লেও গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের ঝুঁকি অনুসারে, ২৫০ কিলোমিটারের বেশি (১৫৫ মাইল প্রতি ঘণ্টা) বেগে ক্যাটাগরি ৪ হারিকেনের সমতুল্য শক্তিশালী ছিল। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, ১৯৯৬ সালের পর দ্বীপে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হবে কং-রে।

প্রশাসনের পূর্বাভাসক জিন হুয়াং বলেছেন, পূর্ব উপকূলে আঘাত হানার পর এটি তাইওয়ান প্রণালীর দিকে চলে যাবে। এরপর একটি দুর্বল ঝড়ে পরিণত হবে, তবে দ্বীপজুড়ে ব্যাপক বাতাসের কারণে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ঝড়ের আকার অনেক বড় এবং বাতাস বেশি।

 

একুশে সংবাদ/ইত্তে/প/এন

 

 

 

Link copied!