যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। ব্যালট বক্সে আগুনসহ এরইমধ্যে অনাকাঙ্খিত কিছু ঘটনার খবর পাওয়া গেছে। এবার নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৩ জন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ব্রঙ্কসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। ব্রঙ্কস নিউইয়র্কের একটি কাউন্টি। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে লংউড বিভাগের অ্যাভিনিউ সেন্ট জন-এর কাছে দক্ষিণ বুলেভার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী পুরুষ এবং আর একজন ৬৭ বছর বয়সী নারী রয়েছেন, যাদের মাথায় গুলি করা হয়েছে।
হামলার তৃতীয় শিকার ৫৭ বছর বয়সী এক ব্যক্তি। তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে একটি বন্দুক পাওয়ার কথা জানিয়েছেন তদন্তকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :