ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস আজ রাতে আর ভাষণ দেবেন না। তার প্রচার শিবিরের একজন জ্যেষ্ঠ সদস্য কিছুক্ষণ আগে এমন তথ্য জানিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর কমলা হ্যারিসের প্রচার সদরদপ্তরে জড়ো হওয়া সব সমর্থক সরে গেছেন। কিছুক্ষণ আগে সেখানে প্রচুর ভিড় থাকলেও এখন সেটি প্রায় খালি হয়ে গেছে।
বিবিসির খবর অনুযায়ী, বড় পর্দায় দুটি সুইং স্টেটে ট্রাম্পের জয় ঘোষণার পরই ডেমোক্রেটিক সদস্যদের মনোবল দুর্বল হতে শুরু করে। আর এখন প্রায় পুরোপুরি ফাঁকা হয়ে গেছে।
তবে কয়েক ঘণ্টা আগেও সেখানে উৎসবের মতো পরিবেশ ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টায় কমলার জয়ের সম্ভাবনা কমে যাওয়ায় তা একেবারে বিষণ্ণতায় পরিণত হয়েছে। প্রায় ৩০ মিনিট আগে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এই মাঠটি তার সমর্থকদের দ্বারায় কানায় কানায় পূর্ণ ছিল। তারা উদযাপনের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন।
কিন্তু নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া থেকে ট্রাম্পের পক্ষে রায় আসার পর হ্যারিসের নির্বাচনী রাতের পার্টির স্থানটি হঠাৎ করেই কম উদযাপনমূলক মনে হয়। শত শত সমর্থক বেরিয়ে যান। বেশিরভাগই এখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না। কারণ কমলার জয়ের সম্ভাবনা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে।
সবশেষ তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৪৬টি এবং কমলা ১৮২টি ভোট পেতে পারেন বলেন আভাস দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :