AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্প ও আব্বাসের ফোনালাপ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৫ এএম, ৯ নভেম্বর, ২০২৪
ট্রাম্প ও আব্বাসের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে কাজ করার আশ্বাস দিয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। 

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হোয়াইট হাউজে তার দ্বিতীয় মেয়াদে সফলতার জন্য তিনি ট্রাম্পকে শুভকামনা জানান।

আব্বাস জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

জবাবে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ বন্ধে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি এসময় তার নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যেখানে তিনি ইউক্রেনের মতো মধ্যপ্রাচ্যেও শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন।

এছাড়া ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউজে ফিরে এলে গাজায় ইসরাইল-হামাস এবং লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন। তবে কিভাবে এই যুদ্ধ বন্ধ করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি হামলায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া, গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

গাজা যুদ্ধ এখন আর শুধুমাত্র গাজা উপত্যকায় সীমাবদ্ধ নেই। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের উদ্দেশ্যে ইসরাইলের হামলা লেবাননে ছড়িয়ে পড়েছে।


 

একুশে সংবাদ/ এস কে

Link copied!