পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও প্রতিবেশি খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।স্থানীয় সময় বুধবার সকালে এ ভূ-কম্পন অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদফতরের সিসমোলজিক্যাল সেন্টারের মতে, সকাল ৮টায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ২২০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, মহমান্দ, শাবকদর, অ্যাটক, মালাকান্দ, সোয়াত, শাংলা, বুনের এবং অ্যাবোটাবাদসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব ও কেপির কিছু অংশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর ঠিক দুমাস পরে আজ আবার ভূমিকম্প হলো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :