AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যাটট্রিক সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন তিলক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ২৩ নভেম্বর, ২০২৪
হ্যাটট্রিক সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন তিলক

ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে নিজের ব্যাটিং তাণ্ডব বজায় রাখলেন তিলক ভার্মা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই শতরান করলেন। আইসিসি স্বীকৃত টুর্নামেন্টে টি-২০ ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে তিনি সেঞ্চুরির হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড গড়লেন।রাজকোটে  শনিবার (২৩ নভেম্বর) হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ম্যাচে তিলক ১০ ছক্কা মারেন। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচে মারেন ১০টি, তার আগের ম্যাচে মারেন ৭টি। সবমিলে শেষ তিন টি-২০ ম্যাচে তিলক ২৭টি ছক্কা হাঁকিয়েছেন, ১৬৯ বলে করেছেন ৩৭৮ রান!

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। তিলক খেলেছেন ৬৬ বলে ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১৫১ রানের ইনিংস। ২৮ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শতরান পূর্ণ করেন মাত্র ৫১ বলে। তিনি ১৫০ রান পূর্ণ করেন ৬৬ বলে। অর্থাৎ, ১০০ থেকে ১৫০-এ পৌঁছতে তিলক মাত্র ১৫টি বল খেলেছেন।

তিলক সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। এরপর জোহানেসবার্গে ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন।

২২ বর্ষী এই ক্রিকেটারের আগে  ভারতের আর কোনো ব্যাটার টি-২০ ক্রিকেটে এক ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। সৈয়দ মুশতাক আলী ট্রফির ইতিহাসে তিলকের ১৫১ রানই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। তিনি ভেঙেছেন শ্রেয়াস আয়ারের রেকর্ড। ২০১৯ সালে সিকিমের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে ৭টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে শ্রেয়াস ৫০ বলে ১৪৭ রান করেন।

শুধু ভারতের নয়, বিশ্বের মধ্যে নন-ওপেনার ব্যাটার হিসেবে ছেলেদের টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েন তিলক। তার ১৫১ রানের থেকে বেশি রানের ইনিংস খেলেছেন কেবল গ্রাহাম নেপিয়ার। তিনি ২০০৮ সালে সাসেক্সের বিপক্ষে ১৫২ রান করে অপরাজিত থাকেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩ সালের আগস্টে অভিষেক হয় তিলকের। কিন্তু প্রথম এক বছর দলে থিতুই হতে পারেননি, আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ইনজুরি আক্রান্ত শিবম দুবের জায়গায় সুযোগ পেলেও একাদশে জায়গা হয়নি। গত ১৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরির দেখা পান ।

এবারের আইপিএলের আসরে মুম্বাই ইন্ডিয়ানস তিলককে ৮ কোটি রুপিতে ধরে রেখেছে। এমনটি না ঘটলে আগামী ২৪-২৫ নভেম্বর হতে যাওয়া আইপিএলের মেগা নিলামে নিজের দামটা আরো বাড়িয়ে নিতেই পারতেন!
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!