AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি,বন্ধ স্কুল-কলেজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৫ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি,বন্ধ স্কুল-কলেজ

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই অবনতি হচ্ছে বাতাসের মান। তবে বাতাসের মান ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, দূষণ রুখতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তার পরও দূষণে লাগাম টেনে ধরা যাচ্ছে না। তাপমাত্রা কমার সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) রয়েছে ৪৮৫। রোববার সন্ধ্যায় এই মান ছিল ৪৫৫।

বিগত এক সপ্তাহ ধরেই ‘ভয়াবহ’ বায়ুদূষণের শিকার দিল্লির বাসিন্দারা। দিনদুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে রাজধানী শহর। ফলে কমেছে দৃশ্যমানতা। ধরি গতিতে চলছে ট্রেন এবং বিমান।

যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৩) চালু করেছে দিল্লি সরকার। আট দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না। আধুনিকতম ইঞ্জিনবিশিষ্ট গাড়ি ছাড়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

আপাতত পরিকাঠোমা নির্মাণের কাজও স্থগিত করতে বলা হয়েছে। স্কুলগুলিকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির পাঠ অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দিকে, সোমবার সকালে ধোঁয়াশার দেখা মিলেছে আরব সাগরের উপকূলবর্তী মুম্বাইয়েও। দেশের বাণিজ্যনগরীতে বায়ুর গুণগত মান ১৭৯। তবে এই ধরনের ধোঁয়াশা শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না মুম্বাইবাসীরা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!