AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রুট-স্টোকস অনিশ্চিত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২৭ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রুট-স্টোকস অনিশ্চিত

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও টুর্নামেন্টটি আদৌ পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে টুর্নামেন্টটিতে খেলা নিয়েই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জো রুট এবং বেন স্টোকস।

চলতি বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি রুট এবং স্টোকস। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটের বাইরে তারা। গত আগস্টে ইংল্যান্ডের নির্বাচক ও সাবেক অলরাউন্ডার লুক রাইট বলেছিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সবচেয়ে শক্তিশালী দলটিকেই পেতে চান এবং সীমিত ওভারের দলের বাইরে থাকা স্টোকস ও রুটকে তারা তখন জোর দিয়েই বিবেচনা করবেন। 

এর আগে স্টোকস গত সেপ্টেম্বরে বলেছিলেন, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কোচের দায়িত্ব নিতে যাওয়া ব্রেন্ডন ম্যাককালাম (বর্তমানে টেস্ট কোচ) যদি প্রয়োজন মনে করেন, তবে এই ফরম্যাটে জাতীয় দলে ফিরতে আপত্তি নেই তার। রুট অবশ্য ফেরার ব্যাপারে কিছুই জানাননি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। তিন মাস বাকি থাকা এই টুর্নামেন্টের আগে এই ফরম্যাটে আর কোন ম্যাচ নেই ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে রুট এবং স্টোকসের ওয়ানডে দলে ফেরার নিশ্চয়তা দিতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

বাটলার বলেন, ‍‍`আমি ঠিক জানি না। অবশ্যই ব্রেন্ডন ম্যাককালাম তিন সংস্করণের দায়িত্বে আসছেন এবং ছেলেদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে আগামী কয়েক সপ্তাহে আলোচনার বিষয় এটি। এখানে ছেলেরা সত্যিই ভালো খেলছে। এমন কিছু খেলোয়াড় আছে, যারা এখানে (ওয়েস্ট ইন্ডিজে) নেই, যাদের সাদা বলের দলে থাকার আকাঙ্ক্ষা আছে। সত্যিই রোমাঞ্চকর ব্যাপার।‍‍`

এর আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। পরবর্তীতে ২০২৩ সালে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট।

একুশে সংবাদ/ এস কে

Link copied!