পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল বলে দাবি করেছেন তার স্ত্রী বুশরা বিবি। কারাবন্দি পিটিআই নেতার স্ত্রী এক ভিডিও বার্তায় এই দাবি করেছেন।
একই সঙ্গে, তিনি ওই ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ সমাবেশে যোগ দিতে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।
পিটিআইয়ে অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে বুশরা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় ‘খালি পায়ে’ মদিনা জিয়ারতে গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ‘তাদের’ ফোন গ্রহণ করতে শুরু করেন।
এই ‘তাদের’ শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন। সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বুশরা বিবি অভিযোগ করেন, তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বাজওয়াকে প্রশ্ন করা হয়, এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন...আমরা এমন ব্যক্তিত্ব চাই না।
বুশরা বিবি আরও বলেন, ‘এরপর থেকেই তারাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করলেন এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট আখ্যা দিতে লাগলেন।’
এ সময় তিনি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
এদিকে, বুশরা বিবির অভিযোগের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে।
এছাড়া জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আনসার আব্বাসী বুশরা বিবির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জেনারেল বাজওয়ার কাছাকাছি সূত্রগুলো বুশরা বিবির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সূত্রগুলো বলেছে, বাজওয়া ওই সফরের পর কোনো ফোন করেননি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :