ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নিযুক্ত সিনিয়র এক সেনা কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে রাশিয়া। চলমান ইউক্রেন যুদ্ধের অগ্রগতি নিয়ে বিভ্রান্তকর তথ্য দেয়ায় তাকে সরিয়ে নেয়া হয়েছে। খবর রয়টার্স
রুশপন্থী ব্লগার (যুদ্ধবিষয়ক) এবং রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ যখন যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল নেতৃত্বকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন, তখনই এমন খবর সামনে এল।
এদিকে যুদ্ধ শুরুর পর শীত মৌসুমকে সামনে রেখে রাশিয়া যেভাবে ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছিল তা ২০২২ সালের পর সর্বোচ্চ গতিতে চলছে। যদিও পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে অবস্থিত সেভারস্ক শহরের আশপাশের কিছু এলাকায় তাদের অগ্রগতি ধীর।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাউদার্ন গ্রুপিংয়ের কমান্ডার কর্নেল জেনারেল গেন্নাদি আনাশকিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ খবরটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশপন্থী ব্লগার রিবার লিখেছেন, সেবারস্ক অঞ্চলের ব্যবস্থাপনা (যুদ্ধের) নিয়ে আনাশকিন মিথ্যা প্রতিবেদন দেওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে অনুরোধ পাঠায় রয়টার্স। কিন্তু এতে কোনো সাড়া পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :