AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৩ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকটি অঞ্চলে ভবন ও ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ক্ষতিগ্রস্ত হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ১৮৮টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।  

হামলার ফলে পশ্চিম ইউক্রেনের অন্যতম প্রধান শহর তারনোপিলের বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিয়েভ অঞ্চলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, শত্রুরা রেকর্ড সংখ্যক শাহেদ ড্রোন এবং অজ্ঞাত অন্যান্য ড্রোন ব্যবহার করেছে... যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখেছিলো। দুর্ভাগ্যবশত, গুরুতর কিছু অবকাঠামোতে আঘাত লেগেছে এবং ব্যাপক ড্রোন হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তারনোপিলের গভর্নর ব্যাচেস্লাভ নেহোদা জাতীয় টেলিভিশনে বলেছেন, এই হামলায় স্থানীয় পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অঞ্চলের প্রায় ৭০% বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

আঞ্চলিক প্রতিরক্ষা সদর দফতরের প্রধান সেরহি নাদাল এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, হামলার ফলে অঞ্চলটির পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাপ সরবরাহ ব্যাহত হয়েছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!