যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এরই মধ্যে হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্রায়ান থম্পসনের স্ত্রী পলেট থম্পসন।
স্থানীয় সময় বুধবার (০৪ ডিসেম্বর) ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। এসময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। এ হামলায় একটি সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর হোটেলের আশপাশে পুলিশ সদস্যরা দ্রুত উপস্থিত হন। তারা ওই স্থানে গুলির ঘটনা নিশ্চিত করেন। হামলাস্থলটি ম্যানহাটানের একটি সাধারণ ব্যস্ত এলাকা। যে সময় এ ঘটনা ঘটে, সে সময় সাধারণত জায়গাটিতে গণপরিবহন ব্যবহারকারীদের ভিড় থাকে।
সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রংয়ের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে তাকে। হামলার কিছুক্ষণ আগে একটি কফিশপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফির দোকানের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে। তবে সন্দেহভাজন হামলাকারী কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করলেন, সেই বিষয়ে নিউইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেডহেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন। ৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :