AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ কোটি ডলার খরচ করবে হিজবুল্লাহ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২০ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৪
ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ কোটি ডলার খরচ করবে হিজবুল্লাহ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ৫ কোটির বেশি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।বৃহস্পতিবার সংগঠনটির প্রধান নাইম কাশেম এ ঘোষণা দেন। খবর রয়টার্সের। 

রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে ৩০০ থেকে ৪০০ ডলার করে দেওয়া হবে। ২ লাখ ৩৩ হাজার ৫০০ রেজিস্টারকৃত পরিবারকে মোট ৭৭ মিলিয়ন ডলার দেওয়া হবে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

নাইম কাশেম আরো বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে তাদের ৮ হাজার ডলার দেয়া হবে, এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেওয়া হবে ৬ হাজার ডলার করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে ৪ হাজার ডলার করে পরিশোধ করা হবে। এ অর্থ দেওয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এ অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এ অর্থের মূল যোগানদাতা হলো ইরান।

ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়।


সূত্র: রয়টার্স

একুশে সংবাদ/ এস কে

Link copied!