AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৩ এএম, ৮ ডিসেম্বর, ২০২৪
সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আজ (৮ ডিসেম্বর) দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, একটি প্লেনে করে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে তার গন্তব্য কোথায়, তা এখনো জানা যায়নি।

এর আগে, দমেস্কে প্রবেশের কথা জানান সশস্ত্র বিদ্রোহীরা। তবে সে সময় রাজধানীতে সেনা মোতায়েনের কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন রয়টার্স।

বিদ্রোহীদের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দিদের মুক্ত করার এবং এবং সেদনায়া কারাগারে অন্যায় যুগের সমাপ্তি ঘোষণার খবর উদযাপন করছি।

সেদনায়া হল দামেস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার। সেখানে সিরীয় সরকারের হাতে আটক হাজার হাজার মানুষকে বন্দি রাখা হয়েছিল।

এর কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহীরা ঘোষণা করে, তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে হোমসের মূল শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়ে উঠেছিল কেবলই সময়ের অপেক্ষা।

এদিকে, রয়টার্স বলেছে, দামেস্কের কেন্দ্রে গুলির তীব্র শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় দুই বাসিন্দা এ কথা জানিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে গুলির উৎস কী তা স্পষ্ট নয়।

 

 

একুশে সংবাদ/য.ন/আ.য

Link copied!