সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর এটিকে সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাশার আল-আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত। সিরিয়ার এই রাজনৈতিক উত্থান সিরীয়দের জন্য দেশ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ। ন্যায়বিচার পাওয়ার জন্য একটি মৌলিক কাজ ছিল সরকারের (আসাদের) পতন।
এ সময় বাইডেন জানান, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধে সতর্ক থাকবে তার দেশ।
মাত্র ১২ দিনের অভিযানে রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। রোববার পতনের পর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দেশ ছাড়েন বাশার আল-আসাদ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল-আসাদ এবং তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :